ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ‘আল্লাহর দলের’ ৮ সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
খুলনায় ‘আল্লাহর দলের’ ৮ সদস্য গ্রেফতার ...

খুলনা: খুলনায় গোপন বৈঠক থেকে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ ১৮ হাজার ৯৯৫ টাকা এবং ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার ৮ জন হলেন- মো. হাফিজুর রহমান (৩২), মো. জিল্লুর রহমান (৩১), মো. আলমগীর হোসেন মুন্সী (৩০), মো. কাইয়ুম হোসেন (৩৩), মো. রাজিবুল আলম (৩৭), মো. সুমন বেপারী (৩৩), মো. মুস্তাকিন হোসেন (২৬) ও মো. জাহাঙ্গীর (২৯)।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রওশনুল ফিরোজ এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) খুলনার লবণচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে র‌্যাব-৬। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এমআরএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।