ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে হকারদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
না.গঞ্জে হকারদের বিক্ষোভ ও সড়ক অবরোধ হকারদের বিক্ষোভ মিছিল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে বসাকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন হকাররা।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন হকাররা।

এসময় মিছিলে নেতৃত্ব দেন জেলা মহানগর হকার্স লীগের আহ্বায়ক আসাদুল ইসলাম।

হকাররা মিছিল থেকে দ্রুত তাদের সমস্যা সমাধান এবং সঙ্গে পুলিশের খারাপ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং ক্ষোভ প্রকাশ করা হয়। তাদের সমস্যার সমাধান না হলে হরতাল ঘোষণার হুঁশিয়ারিও দেন হকাররা।  

হকার্সদের মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া গোলচত্বর পর্যন্ত পৌঁছায় এবং সেখানে বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। কিছুক্ষণ সেখানে অবস্থান করে তারা আবার মিছিল নিয়ে অগ্রসর হয়। পরে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।