ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে স্কুলের নবনির্মিত ভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
শ্রীমঙ্গলে স্কুলের নবনির্মিত ভবন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ...

মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং জেরিন চা কারখানা থেকে বালিশিরা খাসিয়াপুঞ্জি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে জেরিন চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ভবন এবং নতুন রাস্তার উদ্বোধন করেন ড. মো. আব্দুস শহীদ এমপি।


 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।
 
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন শাহীন, স্কুলের প্রধান শিক্ষক রেবেকা খানম, স্কুলের অন্যান শিক্ষক শিক্ষিকা এবং বাগান পঞ্চায়েত কমিটির নেতারা।
 
বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ লাখ টাকা এবং নতুন রাস্তা নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
বিবিবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।