ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
কুষ্টিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫ প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাত ও শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে দুই দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, মিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রিপন আলীর সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুরিপোল এলাকায় প্রচারণায় বের হন। একই এলাকায় প্রচারণায় যান প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী নজরুল মল্লিকের সমর্থকরা। প্রার্থী নজরুল মল্লিকের অভিযোগ প্রচারণার নামে আসলে রিপন আলীর সমর্থকরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন। তার সমর্থকরা এর প্রতিবাদ করলে, উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে হয়। একই জেরে শুক্রবার সকাল ৯টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে ফের সংঘর্ষ বাধে।

এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। এর মধ্যে- ইমন (২১), শকিল (২৩), মিলন (৩০), আকমল (৬০), নজরুল ইসলাম মিয়া (৯০), রেজাউল করিম মিয়া (৫৫), আবু তালেব মিয়া (৪৫), গিয়াস উদ্দিন (৩০), তোফায়েল মিয়া (২৫), সুজন (১৮), নবীরুল মল্লিক (৪০), হারুন মল্লিক (৩৫), হোসেন শেখ (৪৫), সোয়াদ হোসেন (৫০), রকি (১৮) ও জমিদ উদ্দিনকে (৪৮) মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

তবে প্রার্থী রিপন আলী ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করেছেন।  

এছাড়া সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।