ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জাতীয়তাবাদী চেতনা বাঙালির অনুপ্রেরণার উৎস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
বঙ্গবন্ধুর জাতীয়তাবাদী চেতনা বাঙালির অনুপ্রেরণার উৎস

ঢাকা: বঙ্গবন্ধুর জাতীয়তাবাদী চেতনা বাঙালির জন্য চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। একইসঙ্গে বঙ্গবন্ধু, বাংলাদেশ, স্বাধীনতা এক ও অভিন্ন সত্তা বলে মন্তব্য করেছে বিশিষ্টজনেরা।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘আমাদের মহান স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করে’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা বলেন, ৯ মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু। তিনি বাঙালি জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা। তার অকুতোভয় নেতৃত্বে ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। পরাজিত পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তার মুক্তির মধ্য দিয়েই পরিপূর্ণ বিজয় অর্জন করে বাঙালি।

বঙ্গবন্ধু পরিষদের সদস্য মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় এবং পরিষদের সদস্য মাহবুব উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মতিন ভূঁইয়া, অজিত সরকার, লিয়াকত সরকার ও ফিরোজ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।