ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রণোদনা ঘোষণায় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
প্রণোদনা ঘোষণায় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা: করোনাকালে সময়মতো প্রণোদনা ঘোষণার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।  

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গরীব ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব বলেন।

গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে  শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে।  

তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।