ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইপিজেডে ফের শ্রমিক অসন্তোষ, গাড়ি ভাঙচুর টিয়ারশেল নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
ইপিজেডে ফের শ্রমিক অসন্তোষ, গাড়ি ভাঙচুর টিয়ারশেল নিক্ষেপ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে দ্বিতীয় দিনের মতো ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।  

শনিবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বকেয়া বেতন ও বন্ধ হওয়া ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবিতে হাজারো শ্রমিক আদমজী ইপিজেডের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।



বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক সকাল থেকে অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় দুইটি গাড়ি ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলাকামান দিয়ে পানি ছিটিয়েছে ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বেতনের দাবিতে তারা সকাল ৮টা থেকে ইপিজেডের সামনের রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এসময় মালিকপক্ষের কর্মকর্তারা ২০ জানুয়ারি তাদের পাওনা পরিশোধ করার আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা ওই কর্মকর্তাদের কথায় আশ্বস্ত না হয়ে সেখানেই অবস্থান করতে থাকেন। একপর্যায়ে তাদের ওপর আনসার ও আদমজী ইপিজেডের নিরাপত্তাকর্মীরা লাঠিচার্জ শুরু করলে বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করেন। এসময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আনসার ও আদমজী ইপিজেডের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়।

পরবর্তীতে তারা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে ও দুইটি পরিবহন (নং-ঢাকা মেট্টো-গ-৩৯-০১৪৮, ঢাকা মেট্রো-ট-১৫-২৩৩২) ভাঙচুর করে। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ওপর জলকামান দিয়ে ও ১৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ অবস্থা চলতে থাকে দুপুর ২টা পর্যন্ত। সংঘর্ষে পারভেজ (২৩), জহির (২০), জরিনা (৩৫), মনোয়ারা (২৪), মনির (২৮), নাঈম (২৪), হাসান (২৫), মনিসহ (২৮) প্রায় ২৫ জন শ্রমিক আহত হয়েছে বলে জানায় শ্রমিকরা। তাদেরকে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানান, আমরা আগামী ২০ তারিখে মালিকপক্ষ থেকে শ্রমিকরদের বকেয়া বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে তারা এতে রাজি না হয়ে ফের শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাড়ি ভাঙচুর করলে পুলিশ তাদের ওপর জলকামান ও ১৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।