ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে অচেতন করে মালামাল লুট: হাসপাতালে ৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
পুলিশ পরিচয়ে অচেতন করে মালামাল লুট: হাসপাতালে ৪ জন মাদারীপুরের মানচিত্র

মাদারীপুর: মাদারীপুরে পুলিশ পরিচয় দিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে এক দুর্বৃত্ত।  

ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কুনিয়া ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামে।

রোববার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে অচেতন ওই পরিবারের সদস্যদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সদর উপজেলার ভরুয়াপাড়া গ্রামের মৃত ছালাম হাওলাদারের বাড়িতে ঢাকায় থাকা তার বড় ছেলে আল-আমীনের বন্ধু পরিচয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি আসেন। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন।  

কথা-বার্তা ও গল্প-গুজবের একপর্যায়ে চা-বিস্কুট খেতে দেন রবিউলকে। এসময় রবিউল কৌশলে চায়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেন। ওই চা পান করে বাড়ির সবাই অচেতন হয়ে পড়েন।  

রোববার সকালে অনেক বেলা হওয়ার পরও ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে সবাইকে অচেতন দেখতে পান।  

এসময় আল-আমীনের মা হাসিয়া বেগম, তার ভাই ইমরান হাওলাদার, চাচি মনোয়ারা বেগম ও মনোয়ারা আক্তারকে উদ্ধার করা হয়। পরে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতে প্রতারক স্বণালঙ্কার, নগদ টাকা, মোটরসাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১০,২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।