ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে ৩১ শিক্ষককে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে ৩১ শিক্ষককে সংবর্ধনা

রাজবাড়ী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।  

প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ জন শিক্ষককে সংবর্ধনা, মাস্ক বিতরণ, কেক কাটা এবং আলোচনা সভা।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে দৈনিক কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাব অডিটোরিয়ামে আগত শিক্ষকদের মাস্ক ও রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

এ সময় শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।  

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, রাজবাড়ীর এনসিডি সাইফুল হুদা, স্বপ্নের রাজবাড়ী সংগঠনের চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।