ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ সরকারি কর্মচারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ সরকারি কর্মচারী নিহত 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দু’জনই ঠাকুরগাঁও জজকোর্টের কর্মচারী।

সোমবার (১১ জানুয়ারি) সকালে পীরগঞ্জ উপজেলার জগধা এলাকায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনায় ঘটে।  

নিহতরা হলেন- আব্দুস সোবহান ও রুহুল আমিন। তারা ঠাকুরগাঁও সদরের আকচা ইউনিয়নের কাজিপাড়া ও সালন্দর ইউনিয়নের দেওগাঁ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকালে আব্দুস সোবহান ও রুহুল আমিন একটি মোটরসাইকেলে করে জগধা এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হচ্ছিলেন। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিরাজ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, প্রশাসন ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।  

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।