ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৩ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৩ সদস্য কারাগারে

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। চক্রটি এক ব্যবসায়ীর বিকাশ (মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান) অ্যাকাউন্ট হ্যাক করে তিন লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়।

 

গ্রেফতারকৃত তিনজনকে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।  

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকার খোকন, ইকবাল হোসেন ও ভোলা জেলার জামাল উদ্দিন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একদল হ্যাকার গত ২৫ ডিসেম্বর চাটখিল উপজেলার শাহপুর বাজারের ‘দি স্মার্ট টেলিকম’ এর বিকাশের এজেন্ট সিম হ্যাক করে। এসময় তারা প্রতারণার মাধ্যমে ওই সিম থেকে তিন লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মো. সফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
 
তিনি আরও জানান, মামলার ভিত্তিতে মাঠে নামে চাটখিল থানা পুলিশ।  তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার হ্যাকারদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হ্যাকার চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জন তাদের অপরাধ স্বীকার করে নোয়াখালী বিচারিক আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।