ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হলুদের রাজ্যে একবেলা

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
হলুদের রাজ্যে একবেলা হলুদের রাজ্যে একবেলা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঋতুচক্রের নিয়মে প্রতিবছরই আমাদের দেশে আসে শীতকাল। ঋতুভেদে দেখা মেলে নানা ধরনের ফুল ও ফলের।

বিভিন্ন  ফুলের মধ্যে সবচেয়ে বেশি আকৃষ্ট করে দিগন্তজোড়া হলদে সরিষার ফুল।  

হলুদের রাজ্যে একবেলা।                                          ছবি: বাংলানিউজ

এই হলুদ রঙের ফুল দেখতে ঘরবন্দি মানুষগুলো ছুটে যায় সরিষাক্ষেতে, সেখানে আত্মতৃপ্তির জন্য তোলেন সেলফি। মূলত শীতকালে আমাদের দেশে প্রায় প্রতিটি গ্রামেই ক্ষেতগুলোতে চাষিরা চাষ করে এই সরিষা বীজ। সরিষার তেল স্বাস্থ্যবান্ধব একটি ভৈজ্য তেল। অপরদিকে এই সরিষার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

হলুদের রাজ্যে একবেলা।  ছবি: বাংলানিউজ

সোমবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের এলাকা ঘুরে দেখা যায়, ওই এলাকার ক্ষেতগুলো হলুদে ভরে গেছে সরিষা ফুলে। দুপুর গড়াতেই দূর-দূরান্ত থেকে ভ্রমণপ্রেমীরা সেখানে আসতে থাকেন।

হলুদের রাজ্যে একবেলা।  ছবি: বাংলানিউজ

সেখানে কথা হয় রাজধানীর তাঁতিবাজার এলাকা থেকে আসা একটি পরিবারের সঙ্গে। ওই পরিবারের প্রধান মিনু বাংলানিউজকে বলেন, দিগন্তজোড়া সরষে ফুল দেখতে কার না মন চায়। তা তো ছুটির দিন হওয়ায় আমরা ঢাকা থেকে চলে এসেছি। আমার সঙ্গে পরিবারের সবাই এসেছে।

হলুদের রাজ্যে একবেলা।  ছবি: বাংলানিউজ

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।