ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাইকগাছায় পরিবহনে ডাকাতির মামলায় গ্রেফতার ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পাইকগাছায় পরিবহনে ডাকাতির মামলায় গ্রেফতার ৬

খুলনা: খুলনার পাইকগাছা উপজেলায় পরিবহনে ডাকাতির মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১১ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর থানার একটি ইটভাটা থেকে পৌরসভার সরল গ্রামের মিজান গাজীর ছেলে সাইদুল (২১) ও রাড়ুলীর হাকিম গাজীর ছেলে ইমরানকে (২১) গ্রেফতার করা হয়। এ দু’জনের তথ্যানুযায়ী পুলিশের একটি বিশেষ দল লুণ্ঠিত মোবাইল ফোনসহ উপজেলার রাড়ুলীর মকবুল গাজীর ছেলে বাপ্পী (২১), গোপালপুর গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে মেহেদী হাসান (২১), গদাইপুরের তাছের মোড়লের ছেলে আল-আমিন (৩৫) ফতেপুরের খলিল গাজীর ছেলে তাকবীর হোসেনকে (২৩)  গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল-আমিন, সাইদুল, বাপ্পী, তাকবীরের বিরুদ্ধে খুলনার পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরা জেলার তালা থানায় অস্ত্র আইনে, বিস্ফোরক দ্রব্য, দস্যুতাসহ চুরির মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারধীন রয়েছে এবং এরা বিভিন্ন সময়ে কারাগারেও ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনিষ মণ্ডল বলেন, গ্রেফতার ছয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় তথ্য দিয়েছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করার পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ ডিসেম্বর রাতে কিং ফিসার ট্রাভেলস এর যাত্রীবাহী একটি পরিবহন ঢাকা থেকে পাইকগাছায় ফেরার পথে উপজেলার গদাইপুরের কার্তিকের মোড়ে পৌঁছালে সড়কে গাছ ফেলে পরিবহনটিতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবহনের লাইনম্যান আছাফুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চারজনের বিরুদ্ধে গত বছরের ১৫ ডিসেম্বর থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।