ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতিঝিল থেকে গ্রেফতার চার মাদককারবারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
মতিঝিল থেকে গ্রেফতার চার মাদককারবারি

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার উত্তরা বিভাগ।

গ্রেফতার চার মাদককারবারিরা হলো- মো. আলম (৫০), মো. সাইফুর রহমান ওরফে রোকন (৩৬), মো. মাহতাব উদ্দিন (৪৩) ও মো. শাহীন (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, সোমবার রাতে রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে ফেনসিডিলসহ চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ দল। এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম।  

তিনি জানান, গ্রেফতার চার মাদককারবারি চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে তা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।  

গ্রেফতার চার মাদককারবারিদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।