ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ৯ স্বর্ণের বার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
চুয়াডাঙ্গায় ৯ স্বর্ণের বার জব্দ জব্দকৃত স্বর্ণের বার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে নয়টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। অভিযানের এক পর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের একটি বাঁশ বাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।