ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁও থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
খিলগাঁও থেকে ইয়াবাসহ গ্রেফতার ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন— মোছা. হাসনা আক্তার ওরফে পুতুল (৩২), মোছা. সাথী আক্তার (২৬) ও মো. ফরহাদ হোসেন (৪২)।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা জানান, আসামিরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসতেন। এরপর তারা ইয়াবা খুচরা মূল্যে বিক্রি করতেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসজেএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।