ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি হোটেল শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি হোটেল শ্রমিকদের মানববন্ধনে হোটেল শ্রমিকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: করোনা ভাইরাসের অজুহাতে স্টার হোটেলসহ সব হোটেলে বে-আইনি ছাঁটাই ও নির্যাতন, চাকরিচ্যুতসহ শ্রম আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, হোটেল শিল্পে শ্রম আইন কার্যকর না থাকায় মালিকরা শ্রমিকদের মুখের কথায় ছাঁটাই, চাকরিচ্যুতসহ নিয়োগপত্র, পরিচয়পত্র বিহীন শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন। করোনায় স্টার হোটেলসহ বিভিন্ন হোটেলের মালিকরা শ্রমিকদের ছাঁটাই করছেন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বলেন, হোটেল শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে। হোটেল শ্রমিকরা শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউই প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করেনি। তাই হোটেল সেক্টরের শ্রমিকদের মধ্যে চাকরি হারানোসহ বিভিন্ন ধরনের অস্থির পরিবেশ বিরাজ করছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কার্যকরী উদ্যোগ গ্রহণ না করে তাহলে শ্রমিকরা শ্রম দপ্তর ঘেরাওসহ কর্মবিরতি পালন করতে বাধ্য হবে। অবিলম্বে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে আইনুযায়ী হোটেল শিল্প পরিচালনাসহ শ্রমিকদের সমস্যা সমাধানে দাবি জানান তিনি। একই সঙ্গে সব প্রতিকূলতা মোকাবিলা করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তারুজ্জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক কাউসার হোসেন, স্টার হোটেলে শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মনির হোসেন, সদস্য কবির হোসেন, মিরাজ হোসেন, রিপন, মাহাবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।