ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রতাপ মধু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার আমবৌলা স্লুইস গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রতাপ আমবৌলা গ্রামের প্রশান্ত মধুর ছেলে ও বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের কুমুদ ঢালীর ছেলে তুষার ঢালী (১৩) মোটরসাইকেলে তার অপর দুই বন্ধু একই গ্রামের প্রতাপ মধু (১২) ও সুকান্ত হালদারকে (১১) নিয়ে স্লুইস গেট সংলগ্ন এলাকা অতিক্রমকালে পথচারীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ পথচারী ছাদিয়া আক্তার ও তার কোলে থাকা নিকটাত্মীয় ছয় মাসের ফারিয়া খানম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রতাপ মধুকে মৃত ঘোষণা করেন। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।