ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভ্যাকসিন নিলেন আদর পুনাওয়ালা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ভ্যাকসিন নিলেন আদর পুনাওয়ালা

ঢাকা: ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা করোনা ভ্যাকসিন নিয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) তিনি ভ্যাকসিন নেন।

আদর পুনাওয়ালা টুইটে ভ্যাকসিন নেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে।

টুইটারে আদর পুনাওয়ালা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বের বৃহত্তম করোনা ভ্যাকসিন উদ্বোধন এক দুর্দান্ত সাফল্য। এটি আমার জন্যও অত্যন্ত গর্বের বিষয়, কেননা ঐতিহাসিক এই প্রচেষ্টার অংশ হিসেবে ভ্যাকসিনের কার্যকারিতা জানাতে আমি নিজেও এই ভ্যাকসিন গ্রহণে আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগদান করি।

সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশ তিন কোটি ভ্যাকসিন আমদানি করবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।