ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
ছাগলনাইয়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফেনী: সকালে সাজগোজ করে নানার বাড়িতে দাওয়াত খেয়ে বিকেলে মা-বাবার সাথে বাড়িতে ফিরেছে বাধন, কিন্তু জীবিত নয়, লাশ হয়ে। শনিবার  (১৬ জানুয়ারি) ফেনীর ছাগলনাইয়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সন্ধ্যায় শিশুটির মা’র ডাকাডাকিতে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির আশপাশে খোাঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। কিন্তু বাধনের কোনো খোঁজ মেলেনি। সন্ধ্যার পর বাড়ির পাশে বসত ঘর ঘেষা খালের ওপর সাকোঁর মাঝখানে বাধনের স্যান্ডেল দেখতে পান তারা। ঠিক তখনি মা বাবার বলতে থাকেন তার বাধন খালের পানিতে পড়ে ডুবে গেছে। মুহূর্তেই চারপাশে হৈ চৈ পড়ে যায়। খবর পেয়ে ছুটে যায় ছাগলনাইয়ার ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি না থাকায় স্থানীয়রাসহ রাতে খালে দায়সারা তল্লাশি দিলেও সন্ধান মেলেনি বাধনের।

নিখোঁজের প্রায় ১৬ ঘন্টা পর স্কুল ছাত্রী মারজানা আক্তার বাধনের (৭) মরদেহ উদ্ধার করা হয় ১৬ জানুয়ারি শনিবার সকালে। বাধন ফেনীর ছাগলনাইয়া উপজেলার লক্ষীপুর গ্রামের জাফর আলি মিঝি বাড়ির দুবাই প্রবাসী বাহার মিয়ার বড় মেয়ে বাধন। সে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শনিবার সকালে চট্রগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরী দল এসে নিদাকাজি খালে প্রায় একঘন্টা তল্লাশি চালিয়ে সাকোঁর বাঁশের সাথে আটকা অবস্থায় বাধনের মরদেহ উদ্ধার করেন ডুবুরী খাদেমুল ইসলাম। ডুবুরীদের ধারণা করছেন,হয়তো সাকোঁ পার হতে গিয়ে পা ফসকে খালে পড়ে যায় শিশুটি। পরে বাধনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাধনের মা বিবি তৈয়বা বলেন,আমার কলিজার টুকরো বাধনের ২৮ জানুয়ারি জম্মদিন ছিল। তার জম্মদিন পালন করার জন্য সব প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু খোদায় কেন আমার মানিককে নিয়ে গেলেন? এ মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাধনের দু’বছরের এক ছোট বোন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।