ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকেটে রেল ভ্রমণ, ৪২২ যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বিনা টিকেটে রেল ভ্রমণ, ৪২২ যাত্রীকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে ৪২২ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩২ হাজার ৯২০ টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।  

শনিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী এই জরিমানা আদায় করেন রেলওয়ে পূর্বাঞ্চল জোনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম সাজ্জাদ।

এ সময় রেলওয়ে পুলিশসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ১২টি আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৪২২ জন যাত্রীকে আটক করা হয়। পরে আটক যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ এক লাখ ৩২ হাজার ৯২০ টাকা আদায় করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম সাজ্জাদ।  

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১ 
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।