ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়া রেলস্টেশনকে মডেল স্টেশন করার নির্দেশ রেলপথ সচিবের 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
উল্লাপাড়া রেলস্টেশনকে মডেল স্টেশন করার নির্দেশ রেলপথ সচিবের  উল্লাপাড়া স্টেশন পরিদর্শনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা। ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদী-ঢাকা রেলরুটের 'উল্লাপাড়া' রেলওয়ে স্টেশন সংস্কার করে আধুনিক মডেল স্টেশন করার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পরিদর্শন করে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশলীদের এ নির্দেশ দিয়েছেন।

 

স্টেশনটি সংস্কার করা হলে উঁচু প্লাটফর্ম থেকে ট্রেনে ওঠানামা সহজ হবে। দুটি রেললাইনের মাঝে প্লাটফর্ম একসঙ্গে যেন দুটি ট্রেন সহজে আসা যাওয়া করতে পারে। স্টেশন বিল্ডিং সংস্কার, যাত্রীদের বিশ্রামাগার, মসজিদ, টয়লেট, লেবেল ক্রসিং গেটসহ নানা স্থাপনা করা হবে।  

পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

এসময় উপস্থিত ছিলেন-পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর প্রধান প্রকৌশলী, আল ফাত্তাহ মো. মাসউদূর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহীদূল ইসলাম, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম, পাকশী বিভাগীয় পরিবহন কর্মকতা, ফুয়াদ হোসেন আনন্দ প্রমুখ।  

পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম বাংলানিউজকে জানান, যাত্রীসেবার মান আরও বৃদ্ধি করতে বৃটিশ আমলে নির্মিত সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনটি আধুনিক ও মডেল স্টেশন নির্মিত হলে ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীর সংখ্যা আরও বাড়বে। আবার একসঙ্গে কয়েকটি ট্রেন সহজে আসা-যাওয়া করতে পারবে। ক্রসিং ভোগান্তি কমবে। ট্রেনের পণ্য সহজে ওঠানামার পরিবেশ ও সুযোগ সুবিধা সৃষ্টি হলে রেলওয়েতে রাজস্ব বাড়বে। অচিরেই টেন্ডারের মাধ্যমে সংস্কার কাজ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।