ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ইজিবাইকে মদ, বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
খুলনায় ইজিবাইকে মদ, বিক্রেতা আটক

খুলনা: খুলনায় ইজিবাইকে করে দেশীয় মদ সরবরাহ করার সময় সজল খাঁ (২০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

সজল মহানগরীর রেলওয়ে হাসপাতাল রোডের লোকমান খার ছেলে।

বুধবার (২০ জানুয়ারি) র‌্যাব-৬ এর এএসপি সোহেল পারভেজ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এএসপি সোহেল পারভেজ জানান, র‌্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে রূপসা টু বান্ধা ব্রিজ গামী পাকা রাস্তা দিয়ে কয়েক ব্যক্তি ইজিবাইকে মাদকদ্রব্য পরিবহন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি লবণচরা সুইস গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। র‌্যাবের চেকপোস্ট দেখে একটি  ইজিবাইক দ্রুত পালানোর চেষ্টাকালে ইজিবাইকটি জব্দ করা হয়। এসময় ইজিবাইকের চালক সজলকে আটক কর হয়। ইজিবাইকের চালক সিটের নিচে থেকে মোট ৩৮ কেজি (৪০ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। আসামিকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।