ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
পাঁচ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু পাঁচ ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টা থেকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাত ২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। পরে দূর্ঘটনা এড়াতে সকল ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, রাতে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও সকাল সাতটা থেকে ফেরি চলাচল শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।