ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ২ মাদকবিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
সিংগাইরে ২ মাদকবিক্রেতার কারাদণ্ড প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শিবপুর বাইমাই এলাকা থেকে দুই মাদকবিক্রেতাকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরের দিকে সিংগাইর উপজেলার নির্বাহী ম্যাসিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা দু’জন হলেন- একই উপজেলার বায়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জুয়েল রানা, সদর উপজেলার উত্তর সেওতা এলাকার আব্দুল করিমের ছেলে রুবেল কাজল।

মানিকগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও উভয়কে তিন টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।