ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবিরহাটে আগুনে ৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
কবিরহাটে আগুনে ৮ দোকান পুড়ে  ছাই, কোটি টাকার ক্ষতি বাংলানিউজ ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট পশ্চিম বাজারে আগুন লেগে আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নুরুল আবছার এ তথ্য জানান। বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আশ্ররাফ হোসেন রবেন্স বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাতে চাপরাশিরহাট পশ্চিম বাজার মাদ্রাসা সংলগ্ন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেন।  

অগ্নিকাণ্ডে জুতা, কসমেটিকস, চা, মিষ্টান্ন, সেলুন দোকানসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

ফায়ার ফাইটার নুরুল আবছার বাংলানিউজকে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।