ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ফিরলেন আরও ১৫০ যুক্তরাজ্য প্রবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
সিলেটে ফিরলেন আরও ১৫০ যুক্তরাজ্য প্রবাসী

সিলেট: করোনা ঝুঁকিতেও সিলেটে ফিরলেন আরও ১৫০ জন যুক্তরাজ্য প্রবাসী।  

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বিজি-২০২ বিমানের ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

বিমানবন্দরে প্রাথমিক পরিক্ষা শেষে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়।  
 
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদি এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজি-২০২ বিমানের ফ্লাইটটি সকাল ১০টায় অবতরণ করে। ফ্লাইটে ১৫৫ জন যাত্রীর ১৫০ জনই সিলেটে এবং অপর ৫ জন ঢাকায় গেছেন।
 
তিনি বলেন, প্রবাসীরা বিমানবন্দরে নামার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরের দিকে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধায়নে বিআরটিসির ৫টি বাসযোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে আসা ১৫০ প্রবাসীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৮ জন, অনুরাগে ১৯ জন, নূরজাহানে ১৬ জন, হলিগেইটে ৩৪ জন, হলি সাইডেতে ১২ জন, লা-রোজে ১৮ জন ও স্টার প্যাসিফিক হোটেলে ১৩ জনকে রাখা হয়েছে।
 
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া মহামারি করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্কতাস্বরূপ দেশে আসা প্রবাসীদের ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। পরে তা কমিয়ে ৪ দিনে আনা হয়। এ অবস্থায় এবার যুক্তরাজ্য ফেরতদের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত হয়।
 
পুলিশের তরফ থেকে জানানো হয়, যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন, ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী দেশে ফেরেন। এরপর গত ৪ জানুয়ারি ৩৮ জন, ৭ জানুয়ারি ৩৪ জন, ১১ জানুয়ারি ৬০ জন, ১৪ জানুয়ারি ৪২ জন, ১৮ জানুয়ারি ৯৯ জন, ২১ জানুয়ারি ১৫৩ জন ও ২৫ জানুয়ারি ১৫৮ জন যাত্রী নিয়ে বিমানের আটটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই ১০ দিন আসা সিলেটের যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪, ২০২, ৪২, ২৮, ৪৩, ৪২, ৬৭, ১৪৩ ও ১৫২ জন সিলেটের যাত্রী ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।