ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মায় ধরা পড়েছে ৩০ কেজির কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
পদ্মায় ধরা পড়েছে ৩০ কেজির কাতল পদ্মায় ধরা পড়েছে ৩০ কেজির কাতল। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে জয়নাল সর্দারের জালে মাছটি ধরা পরে।

মাছটি নদীর কিনারায় নিয়ে এলে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে জেলে জয়নাল হলদার। এ সময় তার জালে এই কাতল মাছটি ধরা পরে। পরে স্থানীয় আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে নেওয়া হয়েছে। মাছটিকে পদ্মায় রশি দিয়ে বেধে রাখা হয়। পরে বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।