ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ধানকাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ধানকাটা শ্রমিক নিহত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় নামক এলাকায় মেসি ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাত শ্রমিক।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ইসলাম নীলফামারীর ডোমার উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, ধান কাটার শ্রমিক হিসেবে ডোমার উপজেলার মির্জাগঞ্জ থেকে একটি হাইস মাইক্রোবাসে করে নওগাঁর আত্রাইয়ে আসছিলেন কয়েক শ্রমিক। পথে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জিয়ার মোড় নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী মেসি ট্রাক্টরের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সব যাত্রীই আহত হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে দায়িত্বরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরো সাত শ্রমিক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।