ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুলিশের ওপর হেফাজতের হামলা মামলায় গ্রেফতার ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
পুলিশের ওপর হেফাজতের হামলা মামলায় গ্রেফতার ১০ 

সুনামগঞ্জ: হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিক্ষোভ মিছিল ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুর মামলায় ১০ জন হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি রাতে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।  

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যায় মামুনুল হক গ্রেফতারের খবরে তার সমর্থকরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংলগ্ন রাজাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে মামুনুলের সমর্থকরা।  

এ ঘটনায় ওই দিন রাতেই ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল আলম খন্দকার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে হেফাজত সমর্থক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালেহ আহমদ, নেছার উদ্দিন, হেলাল উদ্দিন, সাদিকুর রহমান তালুকদার, কামাল উদ্দিন, আব্দুর রহমান, অশিউর রহমান, এবাদুর রহমান ও তালহা আহমদকে গ্রেফতার করে।  

গ্রেফতাররা রাজাপুর গ্রামের বাসিন্দা। বুধবার (২১ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে।
    
পুলিশ আরও জানায়, এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।