ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
নোয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ  প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ । ছবি: বাংলানিউজ

নোয়াখালী: লকডাউনে কর্মহীন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে নোয়াখালী জেলা প্রশাসন।

বুধবার (২১ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল মাঠে ত্রাণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এসময় সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়।  

উপহার সামগ্রী হিসেবে ছিল, ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ২ লিটার তেল।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে জেলা প্রশাসন কর্তৃক লকডাউনে কর্মহীন ২০০ জন গণপরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রকৃত অসচ্ছল কর্মহীনদের মধ্যে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিমুল হায়দার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।