ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওরা দুর্নিবার!

সোলায়মান ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ১, ২০২১
ওরা দুর্নিবার!

ফেনী: ব্যস্ততা মাড়িয়ে শহর তখন নীরবতায় মুড়িয়ে, অন্ধকার ধীরে ধীরে আরো প্রগাঢ় হয়। রাস্তার ছিন্নমূল মানুষগুলো তখন বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানের বারান্দায় গা এলিয়ে দেয়।

নিদ্রাহীন চোখগুলো গভীর ‍ঘুমে জড়িয়ে আসে। মাঝঘুমে সাইরেনের শব্দে হঠাৎ জেগে উঠেন তারা। হঠাৎ মসজিদের মাইক থেকে বলা হচ্ছে ‘উঠুন, সেহেরি খাওয়ার সময় হয়েছে’।  

রাস্তায় শুয়ে থাকা মানুষগুলোর সেহেরি খাওয়ারতো উপায় নেই, কারণ পকেট ফাঁকা, রাস্তায় রান্না করার উপায়ও নেই। এসব ভেবে মানুষগুলো আবার চোখের পাতা এক করে। কিছুক্ষণ পর আবার ঘুম ভাঙে, কেউ যেন বলছে, উঠুন- খাবার প্যাকেট নিন, প্রথমে স্বপ্ন মনে হলেও পরে দেখছেন ঠিকই কেউ খাবার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ফেনীর মফস্বল শহর ছাগলনাইয়ায় এভাবে প্রতিদিন অসহায় ছিন্নমূল মানুষদের জন্য সেহেরির আয়োজন করছেন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্নিবার।  

সংগঠনের সভাপতি কামরুল হাসান বলেন, প্রতিদিন শতাধিক মানুষকে তারা খাবার প্যাকেট বিলি করেন। তার মা নিজেই এসব খাবার রান্না করেন। সংগঠনের অন্য সদস্যরা মিলে পরে তা বিতরণ করা হয়। শহরের ছিন্নমূল মানুষগুলো খাবারের জন্য কোথাও যেতে হয়না তাদের শয্যার পাশেই চলে যায় খাবার।  

কামরুল হাসান আরো জানান, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত বছর রমজান মাসজুড়েও তারা এ কার্যক্রম চালিয়েছে। চলতি রমজানের মাসের দশম রমজান থেকে শেষ রোজা অব্দি চলতে থাকবে। ঈদের দিনেও অসহায় মানুষগুলোর জন্য কোরমা পোলাও’র আয়োজন করবে তারা।  

কামরুল জানান, সাধারণ মানুষের আর্থিক সাহায্যের মাধ্যমে তারা এ কার্যক্রম চালিয়ে আসছে। এ কার্যক্রমকে আরো সমৃদ্ধ করতে বিত্তবান ও দানশীল মানুষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন DurnibarFeni ফেজবুক পেজের মাধ্যমে।  

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, মে ০১, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।