ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে আগুনে পুড়ে দগ্ধ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মে ১, ২০২১
কালীগঞ্জে আগুনে পুড়ে দগ্ধ শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে দগ্ধ শিশু লিংকনের (৫) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশুটির বাবা-মা।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এ আগে বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ উপজেলা ডাকবাংলা ভবনের পাশে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার ডাকবাংলোর কেয়ারটেকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির মা লায়লা বেগম। হঠাৎ চুলা জ্বালাতেই চারিদিকে আগুন ধরে যায়। এতে লায়লা (২৫), তার স্বামী সাইফুল (৩৪) ও ছেলে লিংকন (০৫) দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করেন। শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়া শিশু লিংকন সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যায়। তার বাবা মা রমেক হাসপাতালে চিকিৎসাধীন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মে ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।