ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মে দিবসে শ্রমিকদের মধ্যে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, মে ১, ২০২১
মে দিবসে শ্রমিকদের মধ্যে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা ...

বাগেরহাট: আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাগেরহাটে কর্মহীন শ্রমিকদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ মে) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ৩১০ জন বাস শ্রমিকের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দোকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ার‌ম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি রেজাউর রহমান মন্টু, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে খাদ্যসামগ্রী পেয়ে খুশি কর্মহীন শ্রমিকরা।

বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক বলেন, বাগেরহাট বাসস্ট্যান্ডে ৩১০ জন বাস শ্রমিকেরম মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বাগেরহাটের প্রত্যেকটি স্থানে যত কর্মহীন শ্রমিক রয়েছে সবার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।  

এছাড়া খুব শিগগিরই আপনাদের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া সহযোগিতা পৌঁছে যাবে। সরকারের পক্ষ থেকে সব সময় শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মে ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।