ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে পাথরের মূর্তি উদ্ধার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ১, ২০২১
ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে পাথরের মূর্তি উদ্ধার   উদ্ধার করা মূর্তিটি। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে প্রাচীন আমলের একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম থেকে মূর্তিটি পাওয়া যায়।

এটির ওজন ৪ কেজি ষাট গ্রাম।
 
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খনন করতে গিয়ে শ্রমিকরা মূর্তিটি পায়। স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল গিয়ে মূর্তিটি উদ্ধার করে।

শনিবার (০১ মে) সকালে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেগুনবাড়ী ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে ৪ কেজি ৬০ গ্রাম ওজনের একটি প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের মূর্তি উদ্ধার করা হয়। পরে তা আইনগত ব্যবস্থা গ্রহণে আদালতে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।