ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ১, ২০২১
চাঁদপুরে পানিতে ডুবে নানি-নাতির মৃত্যু পানিতে ডুবে মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে গোসল করতে নেমে খালের পানিতে ডুবে নানি মমতাজ বেগম (৭০) ও তার নাতি মো. শাহপিনের (০৭) মৃত্যু হয়েছে।

শনিবার (০১ মে) দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের শিলারচর কান্দির প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম ওই বাড়ির বারেক প্রধানিয়ার স্ত্রী। শিশু শাহপিন জাহিদ হোসেনের ছেলে।

রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী বাংলানিউজকে বলেন, মমতাজ বেগম ও তার নাতি শিলারচর খালে গোসল করতে নামেন। কিছুক্ষণ পরে নাতি খালের মাঝখানে গভীর পানিতে ডুবে যায়। তাই দেখে তাকে বাঁচাতে গিয়ে নানিও একই স্থানে ডুবে যান। আশপাশের লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত  ঘোষণা করেন।

চেয়ারম্যান আরো বলেন, নিহত নানি ও নাতির মরদেহ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বাড়িতেই পারবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। একসঙ্গে নানি-নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।