ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় মৃতের দাফনে টিম খোরশেদ ও বাবা-ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ৩, ২০২১
করোনায় মৃতের দাফনে টিম খোরশেদ ও বাবা-ছেলে

নারায়ণগঞ্জ: করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন করতে নিজেদের মরদেহ স্বজনখ্যাত কাউন্সিলর খোরশেদ ও তার টিম নিজেদের ১৯৮তম দাফন সম্পন্ন করেছেন।

সোমবার (৩ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রামকৃষ্ণপুর নিবাসী ফাতেমা ফেরদৌসী (৪৫) করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর নারায়ণগঞ্জে বসবাসরত তার পরিবারের সদস্যদের আহ্বানে মরদেহ দাফন করেন টিম খোরশেদের সদস্যরা।

 

এসময় খোরশেদের সঙ্গে ছিলেন তার ছেলে ইসতিয়াক খন্দকার নকিবও।

এর আগেও দাফন/সৎকারসহ নানা কার্যক্রমেও অংশ নেয় নকিব।

খোরশেদ জানান, নারায়ণগঞ্জে বসবাসরত মরহুমার পরিবারের আহ্বানে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকরা ফজরের নামাজের পর মডেল গ্রুপের অ্যাম্বুলেন্স নিয়ে রওয়ানা হয়ে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রামকৃষ্ণপুরে পৌঁছে মরহুমার গোসল, জানাজা ও স্থানীয় ওয়াই ব্রিজ সংলগ্ন সামাজিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।

এসময় টিমে ছিলেন হাফেজ শিব্বির আহ্বান, হাফেজ রিয়াদ, আনোয়ার হোসেন, মো. শহীদ, ইসতিয়াক খন্দকার নকীব ও আশরাফুল নীরব।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।