ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পিডবোট ডুবি: আট জনের মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মে ৩, ২০২১
স্পিডবোট ডুবি: আট জনের মরদেহ হস্তান্তর ...

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট ডুবির ঘটনায় আট জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুর ২টা পর্যন্ত নিহত আট জনের মরদেহ তাদের স্বজনরা বুঝে নিয়েছেন।

জানা গেছে, মরদেহগুলো উপজেলার বাংলাবাজার ঘাট সংলগ্ন দোতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে রাখা হয়েছে। স্বজনরা শনাক্ত করার পর বিদ্যালয় থেকে সাত জন এবং হাসপাতাল থেকে এক জনসহ মোট আট জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এরা হলেন-আরজু সরদার, ইয়ামিম, তাহের মীর, কাওসার, রুহুল আমিন, জিয়াউর রহমান, সাগর শেখ। এছাড়াও আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে একজনকে নেওয়া হলে তার মৃত্যু হয় সেখানে। হাসপাতাল থেকেই ওই মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন জানান, নিহতদের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ইতোমধ্যে আট জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ০৩, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।