ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ৩, ২০২১
চরফ্যাশনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার হানিফ বেপারীর ছেলে আলাউদ্দিন (৫০) ও হাজারীগঞ্জ ইউনিয়নের কালু বেপারীর ছেলে শাহে আলম (৪০)। এদের মধ্যে শাহে আলম পেশায় কৃষক ও আলাউদ্দিন ট্রাক্টর চালক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাঁধ এলাকায় নদীর পাড়ে বৃষ্টির সময় কৃষক শাহে আলম ধান আনতে মাঠে যাচ্ছিলেন। তখন বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে, বৃষ্টির মধ্যে বেতুয়া এলাকায় আলাউদ্দিন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে কৃষক ও ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।