ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৩, ২০২১
রাজশাহীতে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা

রাজশাহী: শহীদ জননী জাহানারা ইমামের ৯৩তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে।  

সোমবার (৩ মে) দুপুরে রাজশাহী মুক্তিযুদ্ধ পাঠাগারে প্রতিকৃতিতে মাল্যদান করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা ও মহানগর নেতারা এই শ্রদ্ধা জানান।

এর আগে শহীদ জননীর প্রতি শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মহানগরের নির্বাহী সভাপতি সুজিত সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আব্দুল লতিফ চঞ্চল, নির্মূল কমিটির মহানগর নির্বাহী সদস্য ছাত্রনেতা তামিম শিরাজী, মহিলা ইউনিটের সভাপতি আলিমা খাতুন লিমা ও স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি মহিউদ্দিন মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০৩, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।