ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লঞ্চ চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
লঞ্চ চলবে যাত্রীবোঝাই লঞ্চ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। তবে, কতদিন পর্যন্ত চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এর আগে শনিবার (৩১ জুলাই) রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দেয় সরকার।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সরকার দেশের লঞ্চ চলাচল চালু করেছিল সেই উদ্দেশ্য রোববার দুপুর ১২টা পর্যন্ত পূরণ হয়নি।  সেজন্য লঞ্চ চলাচল অব্যাহত থাকবে।  তবে কতদিন পর্যন্ত লঞ্চ চলাচল করবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ সময় ১৩১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।