ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় সড়ক অবরোধের ঘটনায় ২৬ ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনায় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির ২৬ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুঠিয়া থানার উপ পদির্শক (এসআই) আবুল কাশেম রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে এ চার্জশিট দাখিল করেন।



পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আলম শনিবার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এর আগে গত ৭ সেপ্টেম্বর অ্যানথ্রাক্স আক্রান্ত গরু জবাইয়ের ঘটনার জের ধরে পুলিশের বিরুদ্ধে স্থানীয় মাংস ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশর্ন করেন স্থানীয় ব্যবসায়ীরা। অবরোধ তুলে নেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে এসব ব্যবসায়ী তাদের ওপর চড়াও হয়।

এ ঘটনায় পুঠিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব আলম চৌধুরী বাদী হয়ে ২৬ জন ব্যবসায়ীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় পুঠিয়া বাজার সমিতির সভাপতি ও সম্পাদকসহ ১২ জনকে গ্রেপ্তারও করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad