ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে বহু যানবাহন আটকা পড়েছে

এম.আর.মুর্তজা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
মাদারীপুরের কাওরাকান্দি ঘাটে বহু যানবাহন আটকা পড়েছে

মাদারীপুর: তিনটি ফেরি বিকল হওয়া ও নাব্যতা সঙ্কটে মাদারীপুরের কাওরাকান্দি ঘাট এলাকায় শনিবার চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। ফলে ঈদ শেষে কর্মস্থলমুখো যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।



গত ২৪ ঘণ্টায় মাওয়া-কাওরাকান্দি রুটের ফেরি যশোর ও আইটি ৩৯১ ফেরিটি বিকল হয়ে গেছে। এছাড়াও তিনদিন আগে রো রো ফেরি ভাষা শহীদ বরকত যান্ত্রিক ত্র“টির কারণে নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। এখন মাত্র ১০টি ফেরি দিয়ে ঘাট সচল রাখা হয়েছে। বর্তমানে যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপকে। এছাড়া নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মাওয়া-কবুতরখোলা-কাওলিয়ারচর চ্যানেল হয়ে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে ফেরি চলাচল করছে। এত প্রায় সাড়ে ৩ ঘণ্টা সময় লাগছে।

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই ট্রাক চালক রহমান নিজামী বলেন,‘আমি সকাল নয়টার দিকে আইস্যা বইয়া রইছি। কোন সময় ঢাকায় যামু জানি না। ’

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট ম্যানেজার আবু আলম হাওলাদার বাংলানিউজকে জানান, এখন ঘাটে ১০টি ফেরি চলাচল করছে। নদী পার হতে আগের চেয়ে এখন অতিরিক্ত দুই ঘণ্টা সময় বেশি লাগার কারণে যানজটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।