ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে অ্যানথ্রাক্স আক্রান্তের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে

সাইফুল ইসলাম স্বপন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

লক্ষ্মীপুর: জেলার কমলনগরে শনিবারে আরও ১৫ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এ উপজেলায় দু’দিনে ৪০ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছেন।



জাতীয় সংসদের প্রাণী সম্পদ সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দিন নিজান বাংলানিউজকে জানান, কমলনগর উপজেলার চর বসূ গ্রামে আরও ১৫ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এ এলাকায় শনিবার সব গবাদি পশুকে টিকা দেওয়া হচ্ছে। অ্যানথ্রাক্স আক্রান্তদের রক্ত পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো মাহবুব বাংলানিউজকে জানান, আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে। যাতে  নতুন কেউ আক্রান্ত না হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।