ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছয় তলা থেকে লাফিয়ে পড়ে ঢাকা কলেজছাত্রের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

ঢাকা : ছয় তলা থেকে লাফিয়ে পড়ে শনিবার সকালে আত্মহত্যা করেছেন ঢাকা কলেজের এক ছাত্র।

নিহতের নাম তৌহিদ জামান।

তার বাবার নাম মৃত মোহাম্মদ কামাল উদ্দিন। মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিংয়ের তিন নম্বর রোডের ২০/৫ প্লটের ৭ নম্বর বাড়িতে থাকতেন তিনি।

তৌহিদ ঢাকা কলেজের ইংরেজি (সম্মান) তৃতীয় বর্ষে পড়তেন।

নিহতের বড় ভাই মোস্তফা জামান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬ টার দিকে ছয় তলার শয়ন কক্ষ সংলগ্ন বারান্দা থেকে তৌহিদ লাফিয়ে পড়েন। মারাত্মক আহত তৌহিদকে সঙ্গে সঙ্গেই স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা মোহাম্মদপুরের একটি কিনিকে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তৌহিদকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার কারণ জানাতে না পারলেও মোস্তফা বলেন,‘ইদানিং তৌহিদ পাড়ার বখাটের ছেলেদের সঙ্গে আড্ডা দিত। ’

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।