ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাড়ি ফেরা হলো না বারেকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
বাড়ি ফেরা হলো না বারেকের

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় আব্দুল বারেক (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তি গুলশান এলাকায় একটি বাসায় দারোয়ানের চাকরি করতেন।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এই ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল বারেক নেত্রকোনা দুর্গাপুর উপজেলার পাইক পাড়া গ্রামের মৃত রহমত আলীর সন্তান। বর্তমানে গুলশান টেকপাড়া ৫ তলা বাজার এলাকায় থাকতেন।
 
ঢাকা রেলওয়ে থানা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুড়িল বিশ্বরোডে রেললাইন পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। তার স্বজনরা জানিয়েছেন দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে  বারেক বাসা থেকে বেরিয়ে যায়। পরে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।


তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হবে। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।