ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে শামসুল আলম (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে খিলগাঁওয়ে ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়েই মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ।

নিহত বীর মুক্তিযোদ্ধা শামসুল আলমের বাড়ি শরীয়তপুর গোসাইরহাট উপজেলায়। তিনি রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ে শাজাহানপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

খিলগাঁও পুলিশ ফাঁড়ির (এসআই) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শামসুল আলম শাজাহানপুর থেকে খিদমাহ হাসপাতালে যাচ্ছিলেন থেরাপি নিতে। খিদমাহ হাসপাতাল ও ফ্লাইওভারের মধ্যবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি মারা যান। ঘটনার পরপরই পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, আশপাশের লোকদের কাছ থেকে জানতে পেরেছি একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। প্রাইভেটকারটি শনাক্ত করা যায়নি। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।