ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ধুঁকে ধুঁকে চলছে সিলভার-কাঁসা শিল্প

দেলোয়ার হোসেন বাদল, ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
ধুঁকে ধুঁকে চলছে সিলভার-কাঁসা শিল্প

ঢাকা: দেশে ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে সিলভার-কাঁসা-পিতল অন্যতম। এক সময় শহর ও গ্রামের রাস্তা গুলোতে ফেরিওয়ালারা কাঁধে কিংবা মাথায় করে সিলভারের নানা রকম জিনিসপত্র ডেকে ডেকে বিক্রি করতে শোনা যেত।

কিন্তু কালের বিবর্তনে এখন আর তেমন শোনা যায় না।

কাঁচামাল পাচার ও তৈরি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় হারাতে বসেছে এ শিল্পটি।

তবে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষীণ চেষ্টা করছেন কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা, কদমতলী,বাবুবাজার রোড, কামরাঙীচর, কামরাঙীচর এসি মসজিদ এলাকার কারিগররা।
এমন কিছু ছবি তুলে এনেছেন বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট দেলোয়ার হোসেন বাদল।

১. চলছে নিত্য প্রয়োজনীয় হাঁড়ি, পাতিল মগসহ বাসনপত্র তৈরির কাজ।

২. সিলভারের তৈরি জিনিষপত্র বাজারে নিয়ে যাওয়া হচ্ছে।


৩. ঐতিহ্যবাহী এ শিল্পে পুরুষদের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছেন নারীরাও।  

৪. সিলভারের তৈরি বাসনপত্র। বিক্রির পূর্বে চলছে পরিষ্কার পরিচ্ছনতার কাজ।

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।