ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত ...

গাজীপুর: গাজীপুরে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

নিহতরা হলেন- গাজীপুরের ফাউগান এলাকার ইউনুস আলীর ছেলে শাহিদুল ইসলাম (৩৫)। অপর পুরুষের (৪৭) পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রোববার রাত ১১টার দিকে ট্রেনে কাটা পড়ে শাহিদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।  

এদিকে কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকা উত্তরবঙ্গ রেললাইনে রোববার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১।  
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad