ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরের চান্দরা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজট

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
গাজীপুরের চান্দরা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ যানজট

টাঙ্গাইল : গাজীপুর জেলার চান্দরা থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ ২ ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছোট বড় কয়েক হাজার যানবাহনের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।



হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেল ৫টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামক স্থানে টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন থেকেই যানজটের শুরু। যানজটটি বর্তমানে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে গাজীপুর জেলার চান্দরা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর থেকেই হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরিয়ে রাস্তা ফাঁকা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনাস্থলের পাশে ফাঁকা জায়গা না থাকায় তাদের চরম বেকায়দায় পড়তে হয়েছে বলেও তিনি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ যানজট অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময় : ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।